নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর, যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে সকল দলকে অংশগ্রহণ ও ভাল পরিবেশ বজায় রাখার আহবান জানান তিনি। সেই সাথে নির্বাচন আচরণ বিধি মেনে চলার অনুরোধ করেন। নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সবাই বাড়িতেই অবস্থান করতে পারবে ভোটাররা। এ ছাড়া ভোটে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার কাজে নিয়োজিত বাহিনীর সদস্যদের ভালভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।