নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের পর থেকে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে পুলিশ এপিসি কার নিয়ে নগরের বিভিন্ন স্থানে মহড়া দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোন
অপ্রিতীকর ঘটনা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও টহল দেওয়া হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।