নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ আজমল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। গতকাল সন্ধ্যায় তাকে পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ৭ অক্টোবর রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পাকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৫ পিস ইয়াবা, ৫.৪৫ গ্রাম হেরোইন সহ আজমলকে আটক করে। আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।