নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে শরিফুল ইসলাম মুন্না নামের এক চালককে খুন করে অটেরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১ টার দিকে রাজশাহীর সিটি পশুহাট এলাকার একটি বাগান থেকে লাশ উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ। শাহ মখদুম থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বাইপাস এলাকা থেকে দুর্বৃত্তরা যাত্রীবেশে অটোরিক্সায় উঠে মুন্নার শরীরে
চেতনানাশক ইনেজকশন পুশ করে। সে অজ্ঞান হলে তাকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের পাশেরমেহগনী বাগানে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ প্রেরন করেছে।পুলিশের ধারনা, অটোরিক্সা ছিনতাই করতে দুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর ২৪ ঘন্টা/এম কে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।