নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল ও ম্যাগজিন এবং গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার সুফিয়ানের মোড় এলাকার মিনহাজ (২০) ও কর্ণহার থানার শিশাপাড়া এলাকার আনোয়ার (২১)। সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে তাদের নগরীর উত্তর মহিষবাথান মোড় থেকে আটক করা হয়।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর উত্তর মহিষবাথান এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অস্ত্র
ব্যবসায়ীরা অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ মিনহাজ ও আনোয়ারকে আটক করে। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা অস্ত্র-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। আরো যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।