রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় তরিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে পিয়াস নামে আরও এক যুবক। নিহত তরিকুল ইসলাম (২৫) সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষী নারায়নপুর গাজী পাড়ার মৃত আবদুর রহমানের ছেলে। আহত পিয়াস পৌর এলাকার মসজিদ পাড়ার আবদুল গফুরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই নাফিউল ইসলাম জানান,রোববার (৪ নভেম্বর) দুপুর একটার দিকে শিবতলা মোড় হতে সহযোগি পিয়াস কে নিয়ে মোটরসাইকেল যোগে বারঘোরিয়া যাচ্ছিল তরিকুল ইসলাম। এসময় চাঁপাইনবাবগঞ্জ বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতুর টোলঘর এলাকায় পৌঁছলে পেছন হতে সোনামসজিদ বন্দরগামী একটি ট্রাক রাজ মেট্রো-ট-১১-০৩৩০ পেছন হতে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় তরিকুল ইসলাম। এতে গুরুত্বর আহত হয় পিয়াস।
স্থানীয়রা পিয়াস কে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকের চালক ও সহকারি পালিয়ে যায়।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।