
গোদাগাড়ী প্রতিনিধিঃ গোদাগাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের রামনগর গ্রামের ওয়াক্তিয়া মসজিদের আযানের মাইকের সেটের সংযোগ বিচ্ছিনের অভিযোগ উঠেছে গোদাগাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান রামনগর গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে ও গোদাগাড়ী পৌরসভার কর্মচারী মোঃ জিহাদের বিরুদ্ধে।
জানাযায়, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে রামনগর গ্রামের সজিব,হাসিব, হুসাইন, সুবহান নামের যুবকরা মসজিদের ধোয়া মুছার কাজ করছিলো। এই সময় তারা মাইকে ইসলামি গজল বাজাচ্ছিলো।
মসজিদের পাশ্বেই জিহাদের বাড়ী হওয়ায় কিছুক্ষণ পর সে হঠাৎ মজসিদে ঢুকেই মুখের ভাষা খারাপ করতে থাকে এবং মসজিদের মাইকের ও সেটের তার ছিঁড়ে ফেলে।
মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত যুবকরা তাকে বাঁধা নিষেধ করলে উত্তেজিত হয়ে সে পুনরায় মুখের ভাষা খারাপ করতে থাকে।
এক পর্যায়ে এলাকার লোকজন জড়ো হলে সে তার বাড়ীতে ঢুকে যায়।
এই নিয়ে এলাকার মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
আজ বুধবার যোহরের ও আসরের আযান মসজিদে বন্ধ আছে। তবে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাড়ী ঘেরাওয়ের প্রস্তুতি নেয়।
কিন্তু ওই মসজিদ কমিটির সভাপতি তার আপন চাচা হওয়ায় সে বাড়ী ফিরলেই তার কাছে বিচার দেওয়া হবে বলে জানাযায়।
এলাকার লোকজন জানান, গোদাগাড়ী পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে ও পৌর সভার কর্মচারী একজন মাদকাসক্ত। দীর্ঘদিন হতে এসব অনৈতিক কাজে জড়ীত ফলে তার মাথা ঠিক থাকে না। মসজিদের আযানও সহ্য করতে পারেনা ফলে এমন কান্ড ঘটিয়েছে।
জানাযায় এর আগেও সে হেরোইন ছিনতায়ের কাজে জড়ীত ছিলো। সেই সময়ে তার বিরুদ্ধে পত্র পত্রিকায় লেখালেখি হয় এবং পুলিশও তাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজাখুঁজি করছিলো। শুধু তাই নয় সে বিভিন্ন অপকর্মের সাথে জড়ীত ধার দেনাও রয়েছে এমনকি মানুষকে হুমকি ধামকিও দিতে ছাড়ে না।
এই বিষয়ে ওই মসজিদ কমিটির সভাপতি ও অভিযুক্ত জিহাদের আপন চাচা গোলাম মোর্তজার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো অফিসে আছি। মজসিদের ঘটনা শুনেছি আসলে কোথা থেকে কি ঘটলো তা বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে জানাতে পারব বলে মন্তব্য করেন।খবর ২৪ঘণ্টা/ নই