নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মার পাড়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজের পর সন্ধায় তার লাশ পাওয়া যায়। মৃত ছাত্র আশরাফ সিদ্দিকি আবির উপজেলার কুজিপুকুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে। সে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার সাথে ঘুরতে যাওয়া একাধিক বন্ধুরা জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হওয়ায় অ্যাসেম্বলির পর স্কুলে ছুটি হয়। ছুটির পরে আশরাফ সিদ্দিকি আবিরসহ আমরা ১৫-১৬ জন উপজেলার গৌরীপুরে পদ্মার পাড়ে ঘুরতে যাই।
এক পর্যায়ে কয়েক জন পনিতে নেমে গোসল ও আনন্দ করতে গেলে সায়েম, তানজিল ও আবির পানিতে তলিয়ে যেতে থাকে। অনেক চেষ্টা করে সায়েম ও তানজিলকে উদ্ধার করতে পারলেও আবিরকে উদ্ধার করতে পারেনি। আবিরের লাশ আজ সন্ধায় ডুবুরীর একটি দল দূর্ঘ্য কয়েক ঘন্টা পদ্মা নদীতে খোজা খুজি করে আবিরের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে ।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, পদ্মা নদীতে ডুবে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করছে পাকশি থেকে আসা ডুবুরীর একটি দল । ওই ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তন্তর করেছে।
খবর ২৪ঘণ্টা/ নই