পুঠিয়া প্রতিনিধি:
সবজি চাষ করে লাভবান হচ্ছেন পুঠিয়ার কৃষকরা। সে জন্য অনেক কৃষকই এখন এই পেশায় মনোনিবেশ করেছেন শীতকালীন সবজির চাষের দিকে। আবহাওয়া অনুকূল ও তেমন রোগবালাই না থাকায় শীতের সবজি চাষে বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা তেমনি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া এলাকার এক সফল সবজি চাষি মোসা: পারনিমা বেগম (৪৬) । স্বামীর কিছু সংখ্যক জমিতে মরিচ, কচু, শসা, লাউ, শিম, বরবটি, টমেটোসহ নানা শীতকালীন সবজি চাষ করে আসছেন। প্রায় ১৫ বছর ধরে তিনি নিজেই সবজি চাষাবাদ করেন এবং যাবতীয় কীটনাশক ও পরিচর্যা করেন। সরেজমিনে ভাংড়া মধ্যপাড়া পারনিমা বেগমের সবজি ক্ষেতে গিয়ে দেখা যায় মরিচ ও শিমে তিনি নিজেই পরিচর্যা করছেন । এ সময় পারনিমা জানান, বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে সবজি বিক্রি খুব ভাল। তাই এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। শীতের আবহাওয়া শুরুর সাথে সাথেই সবজির চাষাবাদ শুরু করেন তিনি। এখন তার ক্ষেতে শিম, মরিচ ও ধান রয়েছে। যা থেকে ক্ষেতের ও নিজের শ্রমের খরচ বাদ দিয়েও ভালোই লাভ থাকবে বলে তার ধারণা । এই ফসল চাষ শেষে এই জমিতেই অন্য কোন সবজি চাষ করবেন বলে জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।