1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আমার শরীরে যেটুকু সম্পদ আছে তা এখন একান্তই তারঃ রিয়ান সাগডেন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৩ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

আমার শরীরে যেটুকু সম্পদ আছে তা এখন একান্তই তারঃ রিয়ান সাগডেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
বৃটেনের টপলেস মডেল রিয়ান সাগডেন এবং তার স্বামী অলিভার মেলোর

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ

বৃটেনের টপলেস হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে তার টপলেস ছবির ওপর হুমড়ি খেয়ে পড়েন অসংখ্য পুরুষ। দীর্ঘ ১২ বছর এভাবে পোজ দিয়ে মাতিয়ে তুলেছেন যুবকদের হৃদয়। কিন্তু আর না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আর তিনি টপলেস হবেন না। কারণ, তিনি বিয়ে করেছেন। এখন তার শরীরে যা কিছু সম্পদ আছে তার সবটুকুই তার স্বামীর। এই যুবতীর নাম রিয়ান সাগডেন।

তিনি বিয়ে করেছেন ‘করোনেশন স্ট্রিট’-এর সাবেক তারকা অলিভার মেলোরকে। এখন সাগডেনের কাছে যা আছে তার সবটুকুই তার। রিয়ান সাগডেন এখন ৩২ বছরের টগবগে যুবতী। তিনি প্রথম ২০০৬ সালে টপলেস হয়ে পোজ দেন। তারপর টানা ১২ বছর এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। অর্ধনগ্ন হয়ে পোজ দিয়েছেন।

তবে ২০১৯ সালে যে  ক্যালেন্ডার প্রকাশিত হচ্ছে, তাতে তিনি অমন রগরগে পোজ দিয়েছেন এবং সেটাই হবে তার শেষ টপলেস পোজ। এরপর ভক্তরা তাকে আর নতুন করে টপলেস হিসেবে দেখতে পাবেন না।

গত মাসে তিনি ৩৭ বছর বয়সী অলিভারকে বিয়ে করেছেন। নিজের টপলেস ছবি প্রসঙ্গে সাগডেন বলেছেন, নতুন ক্যালেন্ডারেই তার সর্বশেষ টপলেস ছবি প্রকাশিত হবে। তার ভাষায়, আমি এখন বিবাহিত। তাই সিদ্ধান্ত নিয়েছি আর বক্ষ উন্মুক্ত করে কোনো মডেলিং করবো না। এর অর্থ এই নয় যে, আমার স্বামী অলিভার আমার এমন কর্মকান্ডে বিরক্ত।

কিন্তু আমিই বুঝতে পেরেছি, সে আমার স্বামী। তার প্রতি আমার সম্মান থাকা উচিত। তাই তার প্রতি সম্মান দেখিয়ে আমি আর টপলেস না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার শরীরে যেটুকু সম্পদ আছে তা এখন একান্তই তার। কারণ, আমি সব সময়ই ভেবেছি, বিয়ে করলে আমার টপলেস মডেলিং ক্যারিয়ার শেষ করে দেবো। এর মধ্য দিয়ে আমার শরীর দেখানোর যে অধ্যায় ছিল তার ইতি ঘটছে। আমার এই ক্যারিয়ারের চমৎকার একটি সমাপ্তি ঘটছে এর মধ্য দিয়ে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST