1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেঃ ডেপুটি স্পিকার - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

এটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেঃ ডেপুটি স্পিকার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া (ফাইল ছবি)

খবর২৪ঘন্টা ডেস্কঃ

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা নন। গণপরিষদের ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৩৪ সদস্যের কমিটির চেয়ারম্যান ড. কামালকে বানিয়েছিলেন। সুতরাং তিনি যিদি নিজে বলেন বা কেউ যদি বলার চেস্টা করেন, তিনি সংবিধানের প্রণেতা- নো আইন ডোন্ট অ্যাকসেপ্ট ইট। দ্যা পিপল শুড নট অ্যাকসেপ্ট ইট। দিস পার্লামেন্ট শুড নট অ্যাকসেপ্ট ইট। তিনি শুধু মাত্র চেয়ারম্যান।

জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে গতকাল রবিবার স্পিকারের দায়িত্ব পালন কালে স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীর অনির্ধারিত আলোচনার জবাবে তিনি এসব কথা বলেন।  তাহজীব আলম সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন- ড. কামাল  হোসেন ক্ষতায় যাওয়া অদম্য নেশায় তথা কথিত জাতীয় ঐক্যফ্রন্টের নামে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছেন। তিনি সাধারণ মানুষের মধ্যে শুধু বিভ্রান্তিই সৃষ্টি করছে না বরং তাদের মাঝে রাজনীতি এবং রাজনীতিবিদদের সর্ম্পকে চরম বিরূপ নেতিবাচিক ধারণা তৈরি করছে।

তিনি আরও বলেন- ড. কামাল একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি সংবিধানের অন্যতম  প্রণেতা বলে দাবি করেন। উনার সারাজীবনের লালিত প্রগতিশীল উদারপস্থি ভাবধারা পরিত্যাগ করে এখন ডান পন্থি মৌলবাদী সাম্প্রদায়িক চেতনাদের সাথে জোট বেধেছেন। শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার জন্য নীতি ও আদর্শ রাজনৈতিক ঐতিহ্য কোন কিছুই তাকে আর বেধে রাখতে পারছে না।

আ স ম আবদুর রবের নাম না নিয়ে তাহজীব আলম আরো বলেন, আরও নৈরাশ্য জনক হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য তিনি। তরুন সমাজকে উজ্জিত করেছিলেন তিনি। আজ স্বাধীনতা বিরোধীদের ব্যবহার করে ক্ষমতায় যাওযার সিঁড়ি হিসেবে উনি বিবেককে ধ্বংস করছেন কি না?

এরপর ডেপুটি স্পিকার বলেন, একজন রাজনীতিবিদ কিভাবে এতটা নীতিহীন আদর্শহীন রাজনৈতিক নেতাহীন হতে পারে আমার বোধগম্য হচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো স্ববিরোধী। তারা যাকে গণপরিষদের সংবিধানের রচিয়াতা বলে থাকেন, তাদের একটি রিপোর্ট আমি পড়েছি। সেখানে আরও ৩৪জন লোক ছিলেন তারা মেম্বার ছিলেন তাদের সকলেরই অবদান আছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, তিনি শুধু বঙ্গবন্ধু অনুকম্প পাওয়ার জন্য কারণেই সেদিন সেই কমিটির চেয়াম্যান হতে পেরেছিলেন অথবা চেয়ারম্যান তো অন্য কোন ব্যারিস্টারও হতে পারতেন। অন্য কোন এমপিও হতে পারতেন তা কিন্তু হনননি। সুতরাং তিনি ঐক্যফ্রন্টের নামে যেসমস্ত কথা বলছেন, এটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এবং ইতোমধ্যে নিন্দিত হয়েছেন। আমি রেকর্ড করার জন্য বলছি, ড. কামাল সংবিধান প্রণেতা নন।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST