নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৪৮ গ্রাম হেরোইনসহ দেলোয়ার হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। ২৮ অক্টোবর রাত ১টার দিকে চন্দ্রিমা থানাধীন কেচুয়াতল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী থানার মাইনুল হোসেনের ছেলে। সে চন্দ্রিমা থানার কেচুয়াতল গ্রামে ভাড়া থাকে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২৮ অক্টোবর রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৮ গ্রাম হেরোইনসহ দেলোয়ারকে আটক করে। আসামীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে