নিজস্ব প্রতিবেদক :
রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কোর্ট শহীদ মিনার থেকে ভেরিপাড়া মোড় পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর মেয়র কাজ পরিদর্শনও করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তাসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
খবর ২৪ ঘন্টা/এমকে