নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার শীপুর গ্রাম থেকে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, পবা থানাধীন শ্রীপুর মন্ডলপাড়া গ্রামের রইস উদ্দিন (৪৮) ও তার ছেলে আব্দুল মমিন (২২)। এরমধ্যে রইস উদ্দিন পবার নওহাটা পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ও মমিন নওহাটা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। রোববার ভোর সাড়ে ৩টার দিকে তাদের নিজ বাড়ি থেকে ৫৩টি জিহাদী বইসহ আটক করা হয়।
পবা থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, রোববার ভোরে শ্রীপুর গ্রামের রইসের বাড়িতে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠকে নাশকতা পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে রইস ও তার ছেলেকে আটক করতে সমর্থ্য হলেও বাকি ১০/১৫ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫৩টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পবা থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে তিনি আরো জানান।
খবর ২৪ ঘণ্টা/এমকে