চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭০ বোতল ফেন্সিডিলসহ রজিবুল ইসলাম(২৪) নামে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত রজিবুল শিবগঞ্জ উপজেলার বাইচাকপাড়া গ্রামের তেনু মিয়ার ছেলে।
রহনপুর সদর বিওপি’র কোম্পানী কমান্ডার অছিকুর রহমান জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ রজিবুলকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরেক মোটরসাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।
পলাতক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আড়গাড়া লাতর গ্রামের মোখলেসের ছেলে সাব্বির হোসেন বলে স্বীকার করে আটককৃত রজিবুল। । এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব