খবর২৪ঘন্টা শিক্ষা ডেস্কঃ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সম্মানসূচক ডি. লিট উপাধি লাভ করেছেন। ভারতের মেঘালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিএম) বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক এ সম্মানে ভূষিত করে।
বাংলাদেশের উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য তিনি এ উপাধি লাভ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসামের শিক্ষামন্ত্রী শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। তিনি ইউজিসি চেয়ারম্যানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে ইউএসটিএম’র আচার্য মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পিকে গোস্বামী, ভারতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মো. তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অধ্যাপক মান্নান এ সম্মাননা তার পিতামাতা, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে উৎসর্গ করেন। তিনি বলেন, এ সম্মাননা শুধুমাত্র তাকে নয় গোটা বাংলাদেশকে সম্মানিত করেছে।
খবর২৪ঘন্টা / সিহাব