খবর ২৪ঘণ্টা ডেস্ক: টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম ওরফে লালাইয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত লালাইয়া উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরী এলাকার কালা মিয়া ওরফে কালুর ছেলে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইয়াবা, অস্ত্র, ডাকাতি, মানবপাচারসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি।
ঘটনাস্থল থেকে পুলিশ ২টি বন্দুক, ১০ রাউন্ড ও ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
ওসি বলেন, শুক্রবার ভোর পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের নাফ নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন লাশটি হামিদুল ইসলাম ওরফে লালাইয়ার বলে শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই