খবর ২৪ঘণ্টা ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান দুর্নীতি বিরোধী অভিযানে সরকারি চাকরি আইন ২০১৮ কোনো প্রভাব ফেলবে না। দুদকের ফাঁদ মামলা ও দুর্নীতি বিরোধী অভিযান আগের মতোই চলবে। আজ বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, নতুন আইনের যে ধারা নিয়ে কথা হচ্ছে সেখানে সরকারি কাজ সংশ্লিষ্ট ফৌজদারি অপরাধে গ্রেপ্তারে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। ঘুষ গ্রহণ বা দুর্নীতি করা সরকারি কাজের মধ্যে পড়ে না। এগুলো ব্যক্তি অপরাধ। তাই সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে এই ধারা বাধা নয়।
ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্রের আগে গ্রেপ্তার করতে সরকারের অনুমতি লাগবে। এমন বিধান রেখে সরকারি চাকরি আইন-২০১৮ সংসদের চলতি অধিবেশনে পাস হয়েছে।
সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া অনুযায়ী, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তা এক বছরের সাজা পেলে বা মৃত্যুদণ্ড হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশের কোনো সরকারি চাকরিজীবী যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই