নাটোর (বাগাতিপাড়া) প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে দেশপ্রেম নিয়ে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় বড়াল সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীজনের সাথে এক মতবিনিময় সভায় নাটোরের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ গোলামুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সভায় তিনি সবার হাতে হাতে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস, প্রধান শিক্ষক মাহাবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম প্রমুখ।
খবর২৪ঘন্টা / সিহাব