1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর তফসিল : ইসি সচিব - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর তফসিল : ইসি সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা ডেস্কঃ

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) ৩৭তম কমিশন সভা শেষে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাহবুব তালুকদার ছাড়া অন্য তিন  নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় ইসি’র কমিশন সভা। সচিব বলেন, প্রেসিডেন্টের অনুমতি নিয়ে তফসিল ঘোষণা করবো।

এর পর আরেকটি সভা হবে। সেই সভায় তফসিল নিয়ে আলোচনা হবে। হেলালুদ্দীন বলেন, কমিশন সভায় শুধুমাত্র আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে দুটি প্রস্তাব অনুমোদন হয়েছে। বর্তমানে যে আচরণ বিধিমালা আছে সেটি ২০০৮ সালে সর্বশেষ প্রণয়ন করা হয়েছিলো।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয় আরপিও সংশোধন করার জন্য পাঠানো হয়েছে। এদিকে একাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে ১লা নভেম্বর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে নির্বাচন কমিশন। রোববার প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে ?সিইসি ও নির্বাচন কমিশনারদের সাক্ষাতের সময়সূচি ১লা নভেম্বর বিকাল ৪টায় রয়েছে। ৩০শে অক্টোবর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলতি মাসের শেষ সপ্তাহেই প্রেসিডেন্টের সঙ্গে এ আনুষ্ঠানিকতা শেষ করতে চায় সাংবিধানিক সংস্থাটি। এজন্য সাক্ষাতের সময় চেয়ে চিঠিও দেয় ইসি। একজন নির্বাচন কমিশনার বলেন, এটা একটা ফরমালিটিজ। তফসিল ঘোষণার আগে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের আগে তৎকালীন সিইসি’র নেতৃত্বে ২০১৩ সালের ১৯শে নভেম্বর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়। তার এক সপ্তাহের মাথায় ২৫শে নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করা হয়।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST