খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। নেভাদায় একটি শোভাযাত্রার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, এসব অস্ত্রের আধুনিকায়ন করতে হবে। আমরা এ চুক্তি বাতিল করে বেরিয়ে যেতে চাই।
১৯৮৭ সালে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি (আইএনএফ) নামের ওই চুক্তির কারণে ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ভূমি থেকে উৎক্ষেপণ নিষিদ্ধ। রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ এ চুক্তি স্বাক্ষর করেছিলেন।
ট্রাম্পের অভিযোগ, রাশিয়া সেই চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘রাশিয়া এমন অস্ত্র ব্যবহার করতে পারে না যেটা ব্যবহারের অনুমতি আমাদেরও নেই। আমি জানি না প্রেসিডেন্ট (বারাক) ওবামা কেন এ নিয়ে আলোচনা করেনি কিংবা চুক্তিটি থেকে বেরিয়ে যায়নি।’ সূত্র: গার্ডিয়ান ও বিবিসি
খবর২৪ঘন্টা / সিহাব