নাটোর প্রতিনিধি: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে তফিকুল ইসলাম এক এনজিও কর্মী নিহত হয়ছে। নিহত তফিকুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজলোর মোহনপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ই এস ডি ও তে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, শনিবার সকালে এনজিও কর্মী তফিকুল মোটরসাইকলে যোগে তার কর্মস্থল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাচ্ছিলেনে। পথে গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সারোয়ার হোসনে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি তবে চেষ্ট অব্যাহত আছ।
খবর ২৪ঘণ্টা/ নই