খবর২৪ঘণ্টা, ডেস্ক: শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া: মালয়েশিয়ার পেনাং প্রদেশের জালান বেরকামবার পায়া টেরুবোং রিলাউর কাছে নির্মাণস্থলে ভূমিধসে একজন বাংলাদেশিসহ তিনজন মারা গেছে। শুক্রবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, নিহত বাংলাদেশির নাম আক্তারুল ওরফে আতারুল (৩৫)। অন্য দেশের দুইজন নাগরিকেরও মৃত্যু হয়। আহত হয়েছেন- আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে পেনাং হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বাংলাদেশির বাংলাদেশের জন্মস্থানের ঠিকানা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/জন