খবর ২৪ঘণ্টা ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ রোহিঙ্গা মুসলিম আগুনে পুড়ে মারা গেছে। খবর এএফপির। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ভোরে এই রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। যা প্রায় ভোররাত পর্যন্ত অব্যাহত থাকে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা হ্যান সোয়ে বলেন, অনডু চ্যা আশ্রয়শিবিরে প্রায় ৪ হাজার রোহিঙ্গা বসবাস করছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধ্যরাতে লাগা এ আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মৃতের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি ঘর পুড়ে গেছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।