নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে চার ছাত্র আহত হয়েছেন। আহতরা হলেন, রাবির ইসলামিক স্ট্যাডিজ মাস্টার্স বিভাগের শিক্ষার্থী ও বগুড়া জেলার ধুনট উপজেলার সাজাহানের ছেলে লিটন (২০), একই বিভাগের শিক্ষার্থী ও নাচোল থানার আলিশপুর গ্রামের মহিবুল ইসলামের ছেলে মোহাইমিন (২০), পঞ্চগড় জেলার আটুরিয়ার তেবাড়িয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহরুখ আলী (২০) ও চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামের আজিজুরের ছেলে নাসিম (২২)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত
রাত সাড়ে ৯টার দিকে রাবির বঙ্গবন্ধু হলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা নগরীর বিভিন্ন এলাকার মেসে থেকে পড়াশোনা করেন।রামেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ছাত্ররা জানান, তারা বন্ধুরা মিলে বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু হলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের মারধর করে। এতে তারা আহত হন। পরে তাদের আহতবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মতিহার থানার ওসি শাহাদত হোসেন বলেন, আহত ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কি কারণে এ মারধরের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
খবর ২৪ ঘণ্টা/এমকে