খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
অষ্টমীর রাতে দুর্গাপুজোর প্যান্ডেলের ভিতরে ঢুকে কাছ থেকে গুলি। বোমাবাজি। পরিকল্পিত এই হামলায় মৃত্যু হয়েছে পুজো কমিটির সভাপতির। কার্যত বন্ধ হতে বসেছে ভারতের ইলাহাবাদের একটি দুর্গাপুজো।
ইলাবাদের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম রাজপুর কলোনির পুজো। এ বছরও ধুমধাম করেই আয়োজন হয়েছিল পুজোর। কিন্তু অষ্টমীর রাতেই কার্যত দশমীর বিদায়ের সুর। গভীর রাতে গুলি-বোমা হামলায় মৃত্যু হল পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা সভাপতি নীরজ বাল্মিকীর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে কয়েক জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে পুজো প্যান্ডেলে ঢুকে পড়ে। খুব কাছ থেকে বাল্মিকীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এর পর বোমাবাজি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নীরজের।
মুহূর্তের মধ্যে আনন্দ উৎসব শোকে পরিণত হয়। তবে জানা গিয়েছে, এই নীরজ বাল্মিকীর বিরুদ্ধেও পুলিশের খাতায় একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। দুষ্কৃতীদের মধ্যে গোষ্ঠী বিবাদেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
খবর২৪ঘন্টা / সিহাব