খবর২৪ঘন্টা ডেস্কঃ
সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পৃথক এক শোক বার্তায় আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।
শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সঙ্গীত জগতে আইয়ুব বাচ্চু ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার অকাল প্রয়াণে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হলো। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।।
খবর২৪ঘন্টা / সিহাব