নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ডোবার পানিতে ডুবে লাইলী বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার রেজার স্ত্রী। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে তার মৃত্যু হয়।জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে গৃহবধূ লাইলী বেগম বাড়ির কাছের একটি ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় ডোবায় পড়ে যায়। তার মৃগী রোগ ও জ্বীনের আছর ছিল। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি শাহাদত হোসেন বলেন, ডোবায় ডুবে এক গৃহবধূ মারা গেছে। তার মৃগী রোগ ও জ্বীনের আছর ছিল। পরে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে