বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রকাশ্যে দিবালোকে বাড়িতে প্রবেশ করে গৃহবধুর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বাতিতে কেউ না থাকার সুযোগে তিন ছিনতাইকারী কোন ধরণের বাধা বিপত্তি ছাড়াই ছিনতাই করে চলে যায়। জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তিন ছিনতাইকারী বাড়িতে ঢুকে গৃহবধূর গলা টিপে ধরে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে যায়। গৃহবধু রহিমা আকতার মেঘলা উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া গ্রামের তুফান হোসেনের স্ত্রী। গত ৩ মাস আগে তার বিয়ে হয়েছে। স্বর্ণের চেইন ছিনতাই হওয়া গৃহবধু জানান, সোমবার তিনি থালা বাসন ধোয়ার কাজ শেষ করে তার কক্ষে যায়। এ সময় ছিনতাইকারীরা রুমাল দিয়ে মুখ বেঁধে তার কক্ষে নিয়ে গিয়ে গলা টিপে ধরে। অন্য ২জন গলায় থাকা আট আনা ও জনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে বাইরে
রাখা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় গলায় প্রচন্ড আঘাতের কারণে চিৎকার করতে পারেনি। তাৎক্ষনিক বাইরে গিয়ে প্রতিবেশিদের বিষয়টি জানান তিনি। তবে ওই গৃহবধূ কাউকে চিনতে পারেনি। প্রতিবেশি মকবুল জানান, বাইরে এসে বিষয়টি জানানোর পর ধাওয়া করে তাদের সন্ধান মেলাতে পারেননি। পরে বিষয়টি থানায় জানানো হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, খবর পেয়ে তাৎক্ষনিক একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল। জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে