খবর২৪ঘণ্টা ডেস্ক: বি. চৌধুরীদের বাদ দিয়েই চূড়ান্ত হচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। বি. চৌধুরীর দল বিকল্প ধারাকে বাদ দেয়ার ফলে জাতীয় ঐক্যে থাকছে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই জোটের দফা ও লক্ষ্যগুলো তুলে ধরা হবে।
শনিবার বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। এর আগে ড. কামাল হোসেনের বাড়ির সামনে থেকে ফিরে যান বি. চৌধুরী। শনিবার বিকেল ৩টায় ড. কামালের বাসভবনে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বি. চৌধুরী এসেছিলেন। কিন্তু এসে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে চলে যান।
এ ঘটনার পর জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বি. চৌধুরী ও তার দল বাদ পড়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে উভয় পক্ষ। বি.চৌধুরীর পক্ষে বারিধারায় তার বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে ফিরে যাওয়ার সময় বি.চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা ড. কামাল হোসেনের আমন্ত্রণে তার বাড়িতে এসেছিলাম। কিন্তু বাসার দরজা খোলেননি কেউ।’
এদিকে, দুপুর থেকেই মতিঝিলে নিজের চেম্বারে ছিলেন ড. কামাল হোসেন। ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা
গেছে, দুপুর থেকেই ড. কামাল হোসেন তার মতিঝিলের চেম্বারে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। পরে সমন্বিত বৈঠকে বসেন তারা। ওই বৈঠকে ব্যারিস্টার মঈনুল হোসেন ও মাহমুদুর রহমান মান্না অংশ নেন।
সরকারবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য সমমনা দলগুলোর প্রতি ড. কামাল হোসেন সম্প্রতি আহ্বান জানালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের জাতীয় ঐক্য প্রক্রিয়ার এ সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি বি.চৌধুরী। ওই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির আরও কয়েকজন নেতাও ড. কামাল হোসেনের আহ্বানে সেখানে উপস্থিত ছিলেন।
/জেএন