খবর২৪ঘণ্টা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। ২১ আগস্ট মামলার রায়ের পর দলটি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হানিফ বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের সব তথ্য প্রমাণ করে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বিএনপির সামষ্টিক রাজনীতি। আমরা এই হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করছি।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজনীতিতে যে হত্যা-ষড়যন্ত্র চালু করেছিলেন, বর্তমান নেতৃত্ব তারই ধারাবাহিকতা বহন করছে। শুধু ২১ আগস্ট নয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে এবং ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যার পেছনেও রয়েছে দলটি।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তার বহু প্রমাণ তিনি নিজে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ এবং ঘাতকদের পুরস্কৃত করেছিলেন।’
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ জামান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
/জেএন