1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইমরান তাহিরের হ্যাটট্রিকে ৭৮ রানের লজ্জা জিম্বাবুয়ের - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

ইমরান তাহিরের হ্যাটট্রিকে ৭৮ রানের লজ্জা জিম্বাবুয়ের

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশ সফরে আসার আগে জিম্বাবুয়ের সময়টা একদমই ভালো কাটছে না। দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই হেরে গেছে হ্যামিল্টন মাসাকাদজার দল।

ব্লোমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফেরার ভালো সুযোগ ছিল জিম্বাবুয়ের। দক্ষিণ আফ্রিকাকে তারা অলআউট করে দিয়েছিল মাত্র ১৯৮ রানে। কিন্তু বোলারদের দারুণ পারফরম্যান্স চাপা দিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা।

১৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৪ ওভারেই মাত্র ৭৮ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে ত্রিশের ঘরও পেরোতে পারেননি কেউ। সর্বোচ্চ ২৭ রান করে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিরিপানো শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২ রানে।

জিম্বাবুয়েকে এমন লজ্জা দেয়ার পেছনে আসল ভূমিকা ইমরান তাহিরের। প্রোটিয়া এই লেগস্পিনার দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ক্ষান্তি দেননি, ২৪ রান খরচায় তুলে নেন ৬ উইকেট।

ইনিংসের ২০তম ওভারে এসে হ্যাটট্রিকটি করেছেন তাহির। ওভারের প্রথম বলে তিনি এলবিডব্লিউ করেন পিটার মুরকে। পরের দুই বলে পরিষ্কার বোল্ড ব্রেন্ডন মাভুবা আর কাইল জারভিস।

এর আগে জিম্বাবুইয়ান বোলারদের তোপে একটা সময় ১০১ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে থাকলেও ডেল স্টেইনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। বোলার থেকে পুরোদুস্তোর ব্যাটসম্যান হয়ে স্টেইন করেন ৬০ রান।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST