রাজশাহী (দুর্গাপুর) প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা বিআরডিবি অফিস চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আওয়ামীলীগ নেতা নুরুন নবী চাঁদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌসী রহিম পেয়েছেন ৬৪ ভোট।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবু হানিফ সরদার তিনি পেয়েছেন ১০১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলরুবা খানম পেয়েছেন ৪৪ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অনেক আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পুর্ন্ন হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সহসভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরা হলেন সভাপতি পদে নূরুন নবী চাঁদ, ফেরদৌসী রহিম ও সহসভাপতি পদে আবু হানিফ সরদার, দিলরুবা খানম। এই সমিতির আওতায় মোট ভোটার সংখ্যা ১৫৭জন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন