বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মটরসাইকেল চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে চালকসহ প্রানগেল দুই স্কুল শিক্ষার্থীর আহত একজন। মঙ্গলবার (২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামনগর ঘোষপাড়া স্লুইট গেট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামনগর বাজার থেকে মঙ্গলবার রাতে তিনজন একই মোটরসাইকেল যোগে গয়লার ঘোপে যাচ্ছিল। পথের মধ্যে চালক মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র জামনগর হাঁপানিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র রনি (১২) মারা যায়। অপরদিকে রাত ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিতরভাগ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র রওশনগিরি পাড়ার মিনারুলের পুত্র চালক কাউছার (১৬) এর মৃত্যু হয়।
অপর আরোহী দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র জামনগর ফকির পাড়ার আলমের পুত্র বাঁধন (১৫) একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন