নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে শিবির কর্মীসহ মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর চার থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ২৮ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ, ২ জন রাজনৈতিক আটক ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মতিহার থানা পুলিশ(১)মোঃ গিয়াস উদ্দিন(৬১) নামক জামায়াত ও (২) মোঃ মাসুম বিল্লাহ (২৪) নামক শিবিরকর্মীকে আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে