নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন মধ্যচর এলাকায় ডিবি পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়া ও মারধর করে আহত করার ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময়ে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, তারেক, রাহিমুল, বাবু মিয়া, শাকিল, মানিক মিয়া, আসলাম, গিয়াস ও নজরুল। এ ঘটনায় ডিবির এসআই মাহবুব হাসান বাদী হয়ে নগরীর কাটাখালি থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছে। তিনটি মামলায় এজাহার নামীয় ৩২ জন ও অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। অস্ত্র আইন, মাদক উদ্ধার ও সরকারী কাজে বাধাদানের অভিযোগে মামলাগুলো করা হয়েছে। গোয়েন্দা পুলিশের এসআই মাহবুব হাসান বাদী হয়ে নগরীর কাটাখালি থানায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে হাসুয়া ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ১১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ডিবি পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়া ও মারধর করে আহত করার ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। মামলায় এজাহার নামীয় ৩২ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন মধ্যচর এলাকায় ডিবি পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়া ও মারধর করে আহত করার ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
আসামীদের কাছ থেকে পিস্তল ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। ১১৬ বোতল মাদক উদ্ধার করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।উল্লেখ্য, গতকাল ১ অক্টোবর রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কাটাখালি থানাধীন মধ্যচর এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদকসহ আসামী ধরে নিয়ে আসার সময় মাদক ব্যবসায়ীরা হামলা করে আসামী ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ডিবির এএসআই মাহবুব ও কন্সটেবল সুজন আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।