1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সমাজসেবায় পুরস্কার পেলেন আনসার ও টিডিপির জাহানারা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

সমাজসেবায় পুরস্কার পেলেন আনসার ও টিডিপির জাহানারা

  • প্রকাশের সময় : সোমবার, ১ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
গত ১৭ বছর ধরে সমাজ সেবার বিভিন্ন কর্মকান্ডে দীর্ঘদিন নিয়োজিত রেখেছিলেন মতিহার অঞ্চলের ২৮ নম্বর ওয়ার্ডের আনসার টিডিপির দলনেত্রী জাহানারা বেগম। এর পুরস্কার স্বরুপ গতকাল সোমবার কাজলা ধরমপুর এলাকায় তাকে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু এবং ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কমিশনার লাইলি বেগম। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মামুনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির বোয়ালিয়া অঞ্চলের প্রশিক্ষক মেজবাউল হক, একই থানার থানার প্রশিক্ষিকা হামিদা খাতুন, রাজপাড়া থানার প্রশিক্ষিকা মমতাজ মহল, মতিহার থানার জোবেদা খাতুন, ওয়ার্ডের বিশিষ্ট ব্যাবসায়ী হাসিবুর রহমান, বাবর আলি, আলতাফ হোসেনসহ আরও অনেকে। এসময় কাজলা ধরমপুর এলাকার শতাধিক দারিদ্র্য শিশুর হাতে নিজ উদ্যোগে খাতা কলম উপহার দেন

জাহানারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৮ নম্বর ওয়ার্ড কমিশনার বাচ্চু বলেন, জাহানারা বেগম একটি নামই নয় এই ওয়ার্ডের অলংকার। দীর্ঘ দুই যুগেরও বেশি ধরে তিনি সমাজের অসহায় দুস্থ ও হতদরিদ্র বেকার এবং এবং মহিলাদের নিয়ে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জাহানারা বেগম বলেন, আমি কখনও পুরস্কারের আশায় জনগণের জন্য কিছু করিনি। আমি সবসময় মানুষের জন্য ভাল কিছু করার উদ্দেশ্য থেকে তাদের পাশে দাড়িয়েছি। জনগন কে সাথে নিয়ে আমি আরও কার্যক্রম বিস্তৃত করতে চাই।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team