1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শয়তানের সঙ্গে যারা জোট করে তারাও শয়তান: ওবায়দুল কাদের - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

শয়তানের সঙ্গে যারা জোট করে তারাও শয়তান: ওবায়দুল কাদের

  • প্রকাশের সময় : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
ফাইল ছবি

খবর২৪ঘণ্টা ডেস্ক: শয়তানের সঙ্গে যারা জোট করে তারা নিজেরাই শয়তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার রাজধানীর গুলশানে সপ্তাহব্যাপী আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জনসভায় বিএনপির দেওয়া কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, বিএনপি যে সাত দফা দাবি উত্থাপন করেছে তা অবাস্তব, অযৌক্তিক ও সংবিধানবহির্ভূত। এটা মেনে নেওয়ার কোন যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মসূচি হচ্ছে নিরীহ কর্মসূচি। আমাদের কর্মসূচি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা। আমরা জনগণের কাছে যাব, গণসংযোগ করব। আমরা কোনো উত্তেজনা ছড়াবো না, কোনো প্রকার উসকানি আমরা দেব না।’

নির্বাচনকে সামনে রেখে বিএনপি যদি রাজনীতির নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।

এ সময় ঐক্যজোট প্রসঙ্গে তিনি বলেন, ‘শয়তানের সাথে জোট করে তারা যারা নিজেরাই শয়তান। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে আমাদের সকল ওয়ার্ড, মহানগর, সিটি, জেলা থেকে শুরু করে সকল ওয়ার্ডে আজকে এ গণসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নৌফেলসহ স্থানীয় আওয়ামী লীগের অনেকেই উপস্থিত ছিলেন।

/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team