বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৮ মামলার আসামী রিপন আলী ও হিরোইনসহ আজিজুল হক নামের আরেকজনকে আটক করেছে পুলিশ।সোমবার (০১-১০-১৮)তাদের আটক করা হয়েছে।
জানা যায়, বাঘা উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে রিপন আলীকে নিজ এলাকা থেকে ১০৭ কেজি গুড় বোঝায় ভ্যানসহ তাকে আটক করা হয়েছে। তার নামে থানায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও বিক্রিসহ ৮টি মামলা রয়েছে। এ ছাড়া সে ওয়ারেন্টভূক্ত আসামী।
অপর দিকে উপজেলার বারোখাদিয়া গ্রামের মৃত এরাজ আলীর ছেলে আজিজুল হককে ১০০ গ্রাম হিরোইনসহ আটঘরিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।