নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মনসুর রহমান (৪৩) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে মহানগরীর উপকণ্ঠ কাটাখালির হরিয়ান পূর্বপাড়ার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার মৃত এমাজ উদ্দীনের ছেলে।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাতের কোনো এক সময় নিজ বাড়ি থেকে একটু দূরে নির্জন আম বাগানে রশির সঙ্গে গলায় ফাঁস দেন মনসুর রহমান। পরে সোমবার সকালে ওই এলাকায় কাজ করতে আসা কৃষকরা ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত অভিমানের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে মৃত্যুর প্রকৃত কারণ।
লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।