1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দেশ ও জাতির উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই: রাষ্ট্রপতি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

দেশ ও জাতির উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই: রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ সেপটেম্বর, ২০১৮
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: মহামান্য রাষ্ট্রপতি মো: অবদুল হামিদ বলেছেন দেশ ও জাতির উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই। গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। একটি ছাড়া অপরটি অচল। তাই গণতন্ত্রের ভীতকে মজবুত করতে হলে দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। অার সেই নেতৃত্ব তৈরী হবে ছাত্র রাজনীতির মাধ্যমে। এ ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থের কোন স্থান থাকবে না। ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকবে ছাত্রদের হাতে। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষনে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অাচার্য রাষ্ট্রপতি মো: অাবদুল হামিদ বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে তীব্র প্রতিযোগিতাময়

বিশ্বে মাথা উচু করে দাঁড়াতে হলে বিশ্বমানের গুনগত শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম হাল নাগাদ করতে হবে। তিনি অারো বলেন, অাজকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসহিষ্ণুতা, উগ্রবাদ, জঙ্গীবাদ, মৌলবাদের মতো নৈতিবাচক কর্মকাণ্ড জাতি গভীর উদ্বেগরর সাথে প্রত্যক্ষ করছে। অামি মনে করি এর উদ্ভব ও বিকাশ হয়েছে, মুক্তচিন্তা ও সংস্কৃতি চর্চার অভাবে। জাতির অমিত শক্তি যুব সমাজ। যুবসমাজের শক্তি ও সম্ভবনাকে দেশ গঠনের কাজে লাগাতে

অামাদের যুব সমাজকে অবশ্যই অপসংস্কৃতির প্রভাব মুক্ত হয়ে স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। এর অাগে রাষ্ট্রপতি মো: অাবদুল হামিদ বিকেলে সাড়ে তিনটায় সমাবর্তন স্থালে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান উপাচার্য অধ্যাপক অাব্দুস সোবহান, শিক্ষা মস্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সহ সংসদ সদস্যরা। পরে তিনি ১০তলা বিশিষ্ট দু’টি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সমাবর্তনে প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস আলমগীর মো. সিরাজুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST