বিনোদন,ডেস্ক: ‘সেদিন এত কিছু একসঙ্গে ঘটছিল যে কোনও কিছু সামলানো যাচ্ছিল না। সেদিন এতকিছুর অভিজ্ঞতা হয়েছে, যে আমি চাইব না, এই ঘটনা আমার চরম শত্রুর সঙ্গ ঘটুক। … ‘ শ্রীদেবীর মৃত্যুর দিনের স্মৃতিচারণা করে এভাবেই নিজের বক্তব্য পেশ করেন অর্জুন। সেদিনের ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে অর্জুন বলেন, ‘ আমি যখন খবরটা পাই, তখন ছিলাম পাঞ্জাবে। আমি আমার মাসি আর বোনকে সেই সময়ে ফোন করি। আমার সেই সময়ে যা ঠিক মনে হয়েছে তা করেছি। মা থাকলেও এটাই আশা করতেন যে আমি সেই সময় যেন বাবা আর পরিবারের পাশে থাকি। আমি যদি ভালো ভাই হতে পারি, দাদা হতে পারি, কেন করব না?’
একটা সময় শ্রীদেবীর প্রসঙ্গ এড়িয়ে চলতেন অর্জুন। বহু সাক্ষাৎকারেই শ্রীদেবীকে নিয়ে অর্জুনকে প্রশ্ন করা হলেও, তা নিয়ে উত্তর দিতে স্বচ্ছন্দবোধ করতেন না অর্জুন। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর পরিস্থিতি পাল্টে যায়। এবার শ্রীদেবীর মৃত্য়ু প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন।
এদিন , সৎ বোন জাহ্নবী ও খুশিকে নিয়ে প্রশ্ন করায় , অর্জুন বলেন, ‘ আমার তো ভালোই হচ্ছে, আমি আরও দু’জন বোন পেয়েছি। বাবার পাশে দাঁড়াতে পেরে বেশ হালকা লাগে। …’ পাশপাশি তিনি জানান, জাহ্নবী, অনশুলা, খুশি ও বাবা বনিকে নিয়ে তিনি এখন সুখেই আছেন। অর্জুন বহু সময়ের পর খুশি আর জাহ্নবীর সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো জায়গায় এসেছে। সৎ বোনেদের পাশে অর্জুন ও তাঁর বোন অনশুলা যে সবসময়ে থাকছেন ,তা জানান তিনি। উল্লেখ্য , শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর স্ত্রী মোনার সঙ্গে ডিভোর্স হয় বনি কাপুরের। এরপর দুই সন্তান অর্জুন ও অনশুলাকে নিয়ে আলাদা হয়ে য়ান মোনা। শ্রীদেবী ও জাহ্নবী, খুশিকে নিয়ে আলাদা সংসার পাতেন বনি কাপুর।
খবর২৪ঘণ্টা.কম/জেএন