বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আইন অমান্য করে বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহিন রেজা।রোববার(২৩-০৯-১৮) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। এ সময় কনেসহ বাবা-মাকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার পিরগাছা গ্রামের আকবর আলীর মেয়ে তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী লিপি খাতুন (১৪) এর সাথে পিরগাছা নতুন পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে রেজাউল করিম লালার বিয়ের প্রস্তুতি চলছিল। নির্বাহী কর্মকর্তা পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কনেসহ তার বাবা-মাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে, মুচলেকা দিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা
খবর ২৪ঘণ্টা/ নই