খবর২৪ঘণ্টা, ডেস্ক: মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮)ও তার শ্যালক নিয়ামুল (২৫)।
আজ সকাল সাড়ে ৬ টায় মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানা ফাঁড়ির এসআই আব্দুল মবিন জানান, আজ সকাল সাড়ে ৬ টার দিকে নিহত লাভলু ও তার শ্যালক নিয়ামুল একটি মোটরসাইকেলে যাওয়ার সময় ঘটনাস্থলে নির্মাণাধিন ব্রীজ পার হবার সময় একটি ক্যাভার্ড ভ্যান পিছন থেকে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। ক্যাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব নয়নি।
নিহত লাভলু মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা ও তার শ্যালক নিয়ামুলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা,কম/জন