1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএসএফ’র গুলিতে ৪জন বাংলাদেশি গুলিবিদ্ধ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

বিএসএফ’র গুলিতে ৪জন বাংলাদেশি গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ সেপটেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতের সীমান্তরক্ষা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢুকে গরু ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী বাধা দিলে বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। বাড়িঘরে হামলা চালায়। এতে চার বাংলাদেশি গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় বিএসএফ খালেক মিয়া নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে যায়।
শনিবার সকালে সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের পর খালেক মিয়াকে ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের শাজাহান, রাসেল, নান্নু ও ফারুকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ওইদিন সন্ধ্যায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শাজাহান ও ফারুকের অবস্থা অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে গরু চড়াচ্ছিল এলাকাবাসী। এ সময় এক বিএসএফ জওয়ান এসে গরুটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এলাকাবাসী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
পরে বিএসএফ জওয়ান তার ক্যাম্পে খবর দিলে আরও ২০-২৫ জওয়ান সীমান্তের অন্তত ৪০০ মিটার ভিতরে ঢুকে মাদলা এলাকায় হামলা চালায় এবং টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।
মাদলা গ্রামের বাসিন্দারা জানান, বাংলাদেশের ৪-৫শ’ গজ ভেতরে ঢুকে বিএসএফ জওয়ানরা বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করেছে। এ সময় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST