নাটোর প্রতিনিধি: নাটোরের হয়বতপুর এলাকা থেকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামী মানিক ওরফে বান্দর মানিক(৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত বান্দর মানিক রাজশাহী মহানগরীর শিরোইল কলোণী এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পাণী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন মানিককে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় মানিক ওরফে বান্দর মানিক নাটোরের হয়বতপুরে অবস্থান করছে। ওই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-৫ এর একদল সদস্য হয়বতপুর বাজারে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী মানিক ওরফে বান্দর মানিককে গেপ্তার করে। গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই