আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় ফেরী ডুবে ১০০ জনের মৃত্যু ঘটেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। জীবিতদের উদ্ধারকাজ এখনো চলছে।
স্থানীয় শহরের কমিশনার জন মংগেলা জানান ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকের অবস্থা নাজুক।
মংগেলা বলেন ফেরীতে কতো লোক ছিল নিশ্চিত বলা না গেলেও এসব ফেরীতে সাধারন শত শত মানুষ ওঠে। স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী এমভি নাইরার নামক ঐ ফেরীতে ২ শ যাত্রী ছিল।
একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফেরিতে যাত্রীর সংখ্যা দুই শতাধিক হতে পারে। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।
তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এই লেক ভিক্টোরিয়া অবস্থিত।
খবর২৪ঘণ্টা.কম/জেএন