আন্তর্জাতিক ডেস্ক: এবার স্টরমি মুখ খুলেছেন ট্রাম্পের সঙ্গে যৌনতা নিয়ে। নিজের উপরে লেখা বই ‘ফুল ডিসক্লোজার’-এ স্টরমি কথা বলেছেন ট্রাম্পের গোপনাঙ্গ নিয়েও। যে বই প্রকাশের আগেই হইচই ফেলে দিয়েছে। নভেম্বরে মিড টার্ম নির্বাচনের আগে বই প্রকাশিত হবে। তবে গার্ডিয়ান পত্রিকা আগেই সেই বইয়ের কপি পেয়ে গিয়েছে। তাঁদের রিপোর্ট অনুযায়ী স্টরমি ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ায় গলফ টুর্নামেন্টের সময় ট্রাম্পের সঙ্গে যৌন মিলনের কথা ফের একবার স্বীকার করেছেন। স্টরমি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে মিলনে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি। এমনকী ট্রাম্পের গোপনাঙ্গের অদ্ভূত আকার নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেছেন। ট্রাম্পের সঙ্গে সময় কাটানোকে তাঁর জীবনে কাটানো সবচেয়ে খারাপ যৌন মুহূর্ত বলতেও ছাড়েননি স্টরমি। স্টরমির আসল নাম স্টেফানি ক্লিফোর্ড।
তাঁর সঙ্গে যৌনতার কথা ট্রাম্প অস্বীকার করেছেন। স্টরমির মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেন। গত অগাস্টে কোহেনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শয্যা সঙ্গিনী হয়েছেন, সেকথা প্রকাশ্যে জানিয়ে মুখ খুলতেই হইচই পড়ে যায়। তা নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে। সেই বিতর্কিত পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলস এবার বোধহয় আরও বড় বিতর্ক বাঁধানোর পথে হাঁটলেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন