1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজপথই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ: মওদুদ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

রাজপথই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ: মওদুদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ সেপটেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: আইনি প্রক্রিয়া আপাতত ভুলে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির রাজপথকেই একমাত্র পথ হিসেবে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বুধবার সকালে রাজধানীতে এক মানববন্ধনে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা কিছুটা ভুলে যেতে হবে। তার মুক্তির একমাত্র পথ হল রাজপথ। এই রাজপথে এর মোকাবেলা করতে হবে এবং রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদের অর্জন করতে হবে।

এই প্রবীণ বিএনপি নেতা বলেন, আমরা এ জন্য প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নতুন করে কর্মসূচি দেয়া হবে। সেই কর্মসূচির সঙ্গে আমাদের আগামী দিনে রাজনীতি জড়িত, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়া জড়িত, গণতন্ত্র ফিরে পাওয়া জড়িত এবং বিচার বিভাগ ফিরে পাওয়া জড়িত।

নতুন কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে আজকে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার জন্য।

তার ভাষায়, বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ নেই। ১৬ কোটি মানুষের মুক্তি এখন নির্ভর করছে এই জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলনকে সফর করার ওপর।

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তিতে নিম্নআদালতকে ব্যবহার করে সরকারের হস্তক্ষেপের সমালোচনা করেন সাবেক এ আইনমন্ত্রী।

জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির রিয়াজুল ইসলাম রিজু, মিয়া মো. আনোয়ার ও ফখরুল আলম।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST