1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিসিবিভিওর সহায়তায় গোদাগাড়ীতে ক্লাস্টারভিত্তিক বিজ্ঞান মেলা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

সিসিবিভিওর সহায়তায় গোদাগাড়ীতে ক্লাস্টারভিত্তিক বিজ্ঞান মেলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

গোদাগাড়ী প্রতিনিধিঃ সিসিবিভিও-রাজশাহী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-ঢাকার সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে আফজি উদয়মান বিজ্ঞান সংঘের আয়োজনে উপজেলার ৬টি বিজ্ঞান ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ক্লাস্টারভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা।

সোমবার সকাল ১০ টায় এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: শিমুল আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শামসুল কবীর, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, মহিশালবাড়ী দারল উলুম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী, মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মো: কোরবান আলী, সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী মো: নিরাবুল ইসলাম নিরব ও আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম।

বিজ্ঞান মেলায় পড়ে থাকা ও স্বল্পমূল্যের উপকরণ দিয়ে প্রকল্প তৈরি করে যা তাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্কিত। এছাড়াও তারা বিজ্ঞান বিষয়ক সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে যা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। মেলার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান।

মেলায় কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করে মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের লিজা, দেয়াল পত্রিকায় প্রথম পুরষ্কার লাভ করে আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রকল্পে প্রথম পুরষ্কার লাভ করে গোদাগাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর বারী। প্রকল্পটি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় সিসিবিভিও-রাজশাহী বাস্তবায়ন করছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team